নারী সাফে নেই শ্রীলঙ্কা ও ভুটান
আগামী ১৫ই মার্চ শুরু হবে অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরের আয়োজক দেশ ভারত। সবগুলো ম্যাচ হবে জমশেদপুরে। পাঁচ দেশের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত স্বাগতিক ভারত বাদে অংশ নিচ্ছে বাংলাদেশ ও নেপাল।
করোনা ভাইরাসের কারণে অংশ নিচ্ছেনা শ্রীলঙ্কা ও ভুটান, জানান সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। বলেন, 'আমরা পাঁচ দল নিয়ে আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু শ্রীলঙ্কা ও ভুটানা অংশ না নেওয়ায় তিন দল নিয়েই আয়োজন করতে হচ্ছে। আমরা নিয়মিত বয়ঃভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করবো। আগামীতে অনুর্ধ্ব-১৯ সাফও আয়োজিত হবে। '
তিন দলের টুর্নামেন্ট হওয়ায় নেই কোনো ফাইনাল ম্যাচ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একের অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দল চ্যাম্পিয়ন বিবেচিত হবে। ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ সাফে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের ম্যাচের সূচি:
১৭ই মার্চ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
নেপাল বনাম বাংলাদেশ
১৯শে মার্চ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
বাংলাদেশ বনাম ভারত
২৩শে মার্চ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
বাংলাদেশ বনাম নেপাল
২৫শে মার্চ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
ভারত বনাম বাংলাদেশ
হাসিব মোহাম্মদ