আর্কাইভ থেকে বলিউড

বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

বিখ্যাত সুরকার, সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় বাপ্পি লাহিড়ীর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলার এ কণ্ঠশিল্পী ৬৯ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে। মুম্বাইয়ের জুহুর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান সুরকার, গায়ক ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি।
 
মাত্র ১০ দিনের ব্যবধানে সঙ্গীত জগতের তিন নক্ষত্রপতন হলো। গত ৬ ফেব্রুয়ারি মারা যান সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর মারা যাওয়ার ৯ দিন পর মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মারা যান ভারতের প্রবাদপ্রতিম সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৯০ বছর। সন্ধ্যাকে হারানোর একদিন পরই এল বাপ্পি লাহিড়ির মৃত্যুর দুঃসংবাদ 

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন