রিজার্ভ ডে’তে যত ওভারে হবে ভারত-পাকিস্তান ম্যাচ
এশিয়া কাপে সুপার ফোরের হাইভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচে বৃষ্টি বাধা দিবে তা আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। যদিও নির্ধারিত সময়ে টসের পর খেলাও শুরু হয়েছে নির্ধারিত সময়ে।
তবে ২৪.১ ওভার খেলার শেষ বাগড়া দেয় বৃষ্টি। যার কারণে আজ রোববার আর খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে।
আগামীকাল সোমবার বাংলাদেশ সময় ৩-৩০ মিনিটেই শুরু হবে খেলা। নিয়ম অনুযায়ী, আজ যেখান থেকে খেলা শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে ভারতের ব্যাটিং।
অর্থাৎ রিজার্ভ ডে’তে ম্যাচ যাওয়ায় কাটা হচ্ছে না কোন ওভার। নতুন করে বৃষ্টি না হলে ভারত ২৫.৫ ওভার ব্যাটিং করার সুযোগ পাবে। এরপর বৃষ্টি না হলে পাকিস্তানও রান তাড়া করার জন্য পূর্ণ ৫০ ওভার হাতে পাবে।
রোববার টস হেরে ব্যাট করতে নামা ভারত ২৪.১ ওভার ব্যাটিং করেছে। দুই উইকেট হারিয়ে তারা তুলেছে ১৪৭ রান। বিরাট কোহলি ৮ ও কেএল রাহুল ১৭ রানে অপরাজিত আছেন।