স্মার্ট বাংলাদেশ গড়তে পাশে থাকবে ফ্রান্স
স্মার্ট বাংলাদেশ গড়তে পাশে থাকবে ফ্রান্স। বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে ফ্রান্স। ভুরাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ফ্রান্স। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার আশ্বাস।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
এর আগে সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।