বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ঋণচুক্তি ও সম্মতিপত্র সই
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে একটি ঋণচুক্তি ও একটি সম্মতিপত্র সই হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ ঋণচুক্তি ও সম্মতিপত্র সই হয়।
শহরে ‘শাসন ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক ঋণচুক্তিটি বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ফ্রান্সের ফ্রান্স উন্নয়ন সংস্থার (এএফডি) মধ্যে সই হয়।
পাশাপাশি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং ফ্রান্সের এয়ার বাস ডিফেন্স অ্যান্ড এসএএস-এর মধ্যকার বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম এর সঙ্গে সহযোগিতার জন্য সম্মতিপত্রটি সই হয়।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বৈঠকটি শুরু হয়।
পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ফ্রান্স সরকার বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার সুরক্ষায় সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আমার সার্বিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।