দেশে কমেছে করোনায় মৃত্যু-শনাক্ত
গেলো ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ১৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৮৭ জনে। শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯২৯ জন। শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গেলো মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) করোনায় ৩৪ জনের মৃত্যু এবং ৪ হাজার ৭৪৬ জন আক্রান্ত হয়েছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
তাসনিয়া রহমান