কোহলি-রাহুলের আ'ঘাতে অসহায় শাহিনরা
আগের দিনের ২৪.১ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করেছিল ১৪৭ রান। বিরাট কোহলি ৮ ও কেএল রাহুল ১৭ রানে অপরাজিত ছিলেন। আজ সোমবার রিজার্ভ ডেতে সেখান থেকে দুই অপরাজিত ব্যাটার কোহলি-রাহুলের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে তুলছে ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮.২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩৩২ রান।