দুই সেঞ্চুরিতে রানের পাহাড় গড়লো ভারত
আগের দিনের ২৪.১ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করেছিল ১৪৭ রান। বিরাট কোহলি ৮ ও কেএল রাহুল ১৭ রানে অপরাজিত ছিলেন। আজ সোমবার (১১ সেপেটেম্বর) রিজার্ভ ডেতে সেখান থেকে দুই অপরাজিত ব্যাটার কোহলি-রাহুলের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে তুলেছে ভারত।নির্ধারিত ৫০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৫৬ রান।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৩ টা ৩০ মিনিটে রিজার্ভ ডের খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেড় ঘণ্টা বিলম্বে শুরু হয় ম্যাচ। খেলা শুরু পরেই পাকিস্তানি বোলারদের তুলোধুনো শুরু করেন আগের দিনে দুই অপরাজিত ব্যাটার বিরাট কোহলি ও কেএল রাহুল। দুজনে মিলে গড়েন ২৩৩ রানের জুটি। ৯৪ বলে ১২২ রান করে কোহলি আর লোকেশ রাহুল খেলেন ১০৬ বলে ১১১ রানের ইনিংস।
এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেছে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। দুজনে মিলে গড়েন ১২১ রানের জুটি। তবে শাবাব খানের আঘাতে ভেঙ্গে যায় সেই জুটি।
১৭ তম ওভারে ৪৯ বলে ৫৬ করা ভারতীয় অধিনায়ক রহিত শর্মাকে ফিরিয়ে দেন শাদাব। রোহিত আউট হওয়ার পর টিকতে পারেননি শভমানও। ১৮ তম ওভারে শাহীন শাহ আফ্রিদির শিকার হয়ে ৫২ বলে ৫৮ করে প্যাভিলিয়নের পথ দেখলেন শুভমান।