পঞ্চগড়ের সিভিল সার্জন হাসপাতালে নিজেই সিজার করলেন
পঞ্চগড়ে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নিজেই সিজারের পাশাপাশি আরও নানা উদ্যোগ গ্রহন করেছেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। তিনি হাসপাতাল ক্যাম্পাস পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধন করারও উদ্যোগ নিয়েছেন।
ডা. মোস্তফা জামান চৌধুরী এবছরের ১৩ জুলাই সিভিল সার্জন হিসেবে পঞ্চগড়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি পঞ্চগড়ে স্বাস্থ্য সেবার মান বাড়াতে কাজ শুরু করেন। তিনি যোগদান করার পর প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ওটি চালু করার নির্দেশ প্রদান করে এবং নিজেই হাসপাতালে প্রসুতিদের সিজার কার্যক্রম শুরু করেন।
মঙ্গলবার সকালে জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সিজার সম্পন্ন করার মধ্য দিয়ে তিনি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান কার্যক্রম শুরু করেছেন। পর্যায় ক্রমে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম পরিচালনা করবেন বলে সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী বলেন,চিকিৎসক না থাকায় উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে সিজারসহ অন্যান্য অপারেশ দীর্ঘ দিন থেকে বন্ধ ছিল। পঞ্চগড়ে যোগদানের পর থেকে সিজার কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহন করি। এখানকার স্বাস্থ্য বিভাগের অবস্থা যা ছিলো তা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। স্বাস্থ্য সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মাসিক মিটিং এর ব্যবস্থা গ্রহন করেছি। সপ্তাহে একদিন বিভিন্ন উপজেলায় সিজারিয়ান কার্যক্রম পরিচালনা করবো। আমি নিজেই প্রসুতি মায়েদের সিজার করছি। এছাড়াও হাসপাতাল গুলোতে নরমান ডেলিভারী কার্যক্রম চালু রয়েছে। জেলায় চিকিৎসক ও লোকবল কম থাকার কারনে চিকিৎসা সেবা প্রদানে একটু সমস্যা সৃষ্টি হচ্ছে. তবে লোকবলের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। নিয়মিত হাসপাতাল ও ক্লিনিক গুলো পরিদর্শন করছি আশা করি অল্প দিনের মধ্যে পঞ্চগড়ে স্বাস্থ্য সেবার মান বাড়বে। সিভিল সার্জনের চিকিৎসা বান্ধব এই উদ্যোগটি পঞ্চগড়ে সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে।