আর্কাইভ থেকে দেশজুড়ে

কুবিতে শিক্ষার্থীদের থাকতে হবেনা গণরুমে

নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে, গেস্টরুম/গণরুম অবিলম্বে বন্ধ করতে হবে, হলে একক কক্ষ নিয়ে কোন শিক্ষার্থী অবস্থান করতে পারবে না এবং যাদের ছাত্রত্ব নেই তারা হলে অবস্থান করতে পারবে না।

হলের সিট বরাদ্দ দেয়া হবে নীতিমালা অনুযায়ী, হলের সৌন্দর্য বর্ধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর হল সমূহে প্রেরণ করবেন। হলে কোনো সমস্যা দেখা দিলে হল প্রশাসন সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা নিবেন বলে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

তবে গেলো ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফএম আবদুল মঈনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সকল হল প্রাধ্যক্ষ ও প্রক্টরের উপস্থিতিতে জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বিষয়ে ৮টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন