মেডিকেল স্ক্যানিং’র নামে গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল
অনলাইনে নারীদের ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে ভিকটিমদের নানাভাবে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতে করে আল ফাহাদ (১৯) নামে এক প্রতারক।
গেলো বুধবার (১৬ ফেব্রুয়ারি) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর গুলশানের নদ্দা এলাকা থেকে ফাহাদকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে একটি দামি ক্যামেরা, দুটি ক্যামেরার লেন্স, একটি মোবাইল ফোন, ছয়টি সিম কার্ড, একটি এক্সটারনাল মেমোরি কার্ড ও ৪০৩ পিস ইয়াবা জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যা বের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
আল মঈন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নদ্দা এলাকায় অভিযান চালায়। পরে ‘ভার্চুয়াল মেডিকেল স্ক্যানিং’-এর নামে গোপন ভিডিও চিত্র ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের অপরাধে আল ফাহাদকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, গোপনে ভিডিও ধারণ করে ও চাকরির প্রলোভন দেখিয়ে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছে ফাহাদ। যারা তার ফাঁদে পা দিয়েছে তাদের কাছ থেকে জনপ্রতি দুই থেকে পাঁচ হাজার টাকা নেয়া হতো। এভাবে দেড় বছর ধরে শতাধিক নারীকে গোপন ভিডিও দেখিয়ে প্রতিনিয়ত ব্ল্যাকমেইলিং করা হতো।
র্যাবের এ কর্মকর্তা বলেন, তিনি ইয়াবার কারবারের সঙ্গে জড়িত না থাকলেও নিয়মিত ইয়াবা সেবন করতেন।
তাসনিয়অ রহমান