আর্কাইভ থেকে দেশজুড়ে

নরসিংদীতে পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরার উদ্বোধন

নরসিংদীতে ট্রাফিক বিভাগ ও থানা পর্যায়ে কর্মরত সকল পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা সরবরাহের উদ্ধোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ভেলানগর জেল খানার মোড়ে এই কার্যক্রমের উদ্ধোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।  

উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো: যায়েদ শাহরিয়ার, ট্রাফিক ইন্সপেক্টর শাখাওয়াত আলম ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। 

এসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন,  বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে।  এছাড়া,  এই উদ্যোগ  পুলিশের কাজে স্পষ্টতা আনবে। পুলিশ সদস্য কোথায় আছেন,  কি দায়িত্ব পালন করছেন সেটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণক্ষ থেকে নজরদারি করা হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন