নরসিংদীতে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল
নরসিংদীতে বাংলাদেশ জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নরসিংদী জেলখানা মোড় হতে ভেলানগর বাজার পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আল্লামা সাইদী গায়েবানা জানাজায় পুলিশি বাঁধা, চট্রগ্রামে ফুরকানুল ইসলামের হত্যা, ধর্মীয় অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ, সংবিধানে বর্ণিত অধিকার বাস্তবায়নে সহযোগিতা না করে বাঁধা প্রদান, গ্রেপ্তার ও পুলিশ গুলি চালিয়ে আহত করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
এছাড়াও বাংলাদেশ জামাতে ইসলামি কেন্দ্রীয় আমির ড. শফিকুল ইসলামসহ আটক সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলাম সেক্রেটারি আমজাদ হোসেন। এছাড়াও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা আমীর মোসলেহ উদ্দিন, জেলা অর্থ সম্পাদক মোঃ জামান, জেলা এসিস্টেন্ট সেক্রেটারি মুকবুল হোসেন,শহর আমীর আজিজুর রহমান, সদর আমীর মাহফুজুর রহমানসহ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ।