পঞ্চগড়ে বিদুৎপৃষ্টে অটো চালকের মৃত্যু
পঞ্চগড়ে বোদায় বিদ্যুৎপৃষ্ঠে নুরুজ্জামান নুরু (৩৬) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার বোদা উপজেলা উপজেলার বোদা সদর ইউনিয়নের মন্নাপাড়া গ্রামে। সে ওই এলাকার সফিজুলের ছেলে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ বাড়িতে চার্জে থাকা অটোর সুইচ খুলতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিদ্যুৎপৃষ্টে অটো চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নুরুজ্জামান নুরু নিজ বাসায় অটো চার্জ দেন। দুপুরে চার্জে থাকা সুইস খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।