১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান
প্রাথমিক বিদ্যায়লয়ে শিক্ষার্থীদের সশরীরে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হবে। জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে আগামী ১ মার্চ প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হবে।
জনসংযোগ কর্মকর্তা বলেন, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে।
এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত হবে দুই সপ্তাহ পর।