১০০ রানের জুটি ভেঙ্গে ফিরলেন সাকিব
এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে পঞ্চম উইকেট জুটিতে ১০০ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও তাহিদ হৃদয়। তবে সেই জুটি গড়ে বেশিক্ষণ টিকতে পারেননি টাইগার অধিনায়ক। ৮৫ বলে ৮০ রান করে শার্দূল ঠাকুরের বলে বোল্ড হয়ে যান তিনি। ১৬০ রানে পঞ্চম উইকেট হারালো বাংলাদেশ।
সাকিবের বিদায়ের পর ক্রিজে আসা নতুন ব্যাটার শামীম হোসেন পাটোয়েরীও টিকতে পারেননি। ৫ বল খেলে ১ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে যান তিনি।
এর আগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ৫৯ রানে বাংলাদেশ হারিয়ে ফেলে ৪ উইকেট।