ভারত ‘বধ’ শেষে দেশে ফিরলো টাইগাররা
এশিয়া কাপের মিশন শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শনিবার সকালে শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান টাইগাররা।
এবারের আসরে বাংলাদেশ দলের শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় দিয়েই এশিয়া কাপ যাত্রা শেষ করেছে বাংলাদেশ।
শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের শেষ ম্যাচে ভারতলে ৬ রানে হারায় সাকিব আল হাসানের দল।