ফের নতুন জঙ্গি সংগঠনের সন্ধান, ছিল হামলার পরিকল্পনা
আরও একটি নতুন জঙ্গি সংগঠনের সন্ধান মিলেছে। তাওহীদুল উলূ হিয়্যাহ নামে চার মাসে আগে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। সংগঠনটির শীর্ষ ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজিম ইউনিট।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বারিধারায় অ্যান্টি টেররিজম ইউনিটের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির ডিআইজি (অপারেশন্স) মো. আলীম মাহমুদ এ তথ্য জানান।
তিনি জানান, জঙ্গি সংগঠনটি ২০২৪ সালে দেশের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা করছিল।
আলীম মাহমুদ জানান, এই জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা পুরোনো কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা আছে। তারা সামাজিক যোগযোগমাধ্যমে বক্তব্য প্রচার করে তরুণদের উদ্বুদ্ধ করে সদস্য সংগ্রহ করছিলো। গোয়েন্দারা নতুন এই জঙ্গি সংগঠনটির অর্থ যোগানদাতাদের খুঁজে বের করার চেষ্টা করছে।