আর্কাইভ থেকে ফুটবল

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা যে গ্রুপে

২০২২ ফিফা কাতার বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। এবার পালা অনূর্ধ্ব-১৭ পর্যায়ে বিশ্বকাপ।  বয়সভিত্তিক এই আসরটিতে এখনো শিরোপা জেতা হয়নি আর্জেন্টাইন যুবাদের। অধরা সেই শিরোপার লক্ষ্যে এবার ইন্দোনেশিয়ায় যাবে আলবিসেলেস্তেরা।

১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৩ ইন্দোনেশিয়া তে অনুষ্ঠিত হবে এবারের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ২৪ দলের এই বিশ্বকাপে এবার গ্রুপ ‘ডি’ থেকে অংশ নিচ্ছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ জাপান, পোল্যান্ড এবং সেনেগাল।

আরও পড়ুন: যেভাবে 'আরব্য রজনীর' গল্প শুরু করলেন নেইমার 

অপরদিকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমারের উত্তরসূরিরা পেয়েছে সহজ গ্রুপ। ‘সি’ গ্রুপে তাদের খেলতে হবে ইংল্যান্ড, ইরান এবং নিউ ক্যালিডোনিয়ার বিপক্ষে।  টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ বার শিরোপা পেয়েছে সেলেসাও যুবারা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন