আর্কাইভ থেকে ফুটবল

জোড়া অ্যাসিস্টে বার্সার ত্রাতা লিওনেল মেসি

স্প্যানিশ লা লিগায় আরও একটি জয় তুলে নিলো কাতালান ক্লাব এফসি বার্সেলোনা। সেই সঙ্গে শীর্ষস্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান মাত্র ২ এ নামিয়ে আনলো তারা। যদিও অ্যাথলেটিকো থেকে ২টি ম্যাচ বেশি খেলেছে বার্সা। 

আগের ম্যাচে কোপা দেল রেতে সেভিয়ার বিপক্ষে অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ওই জয়ের পর ফুরফুরে মেজাজেই গতরাতে মাঠে নামে বার্সা। অধিনায়ক লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে ওসাসুনাকে সহজেই পরাজিত করে ব্লগ্রানারা।

বার্সার হয়ে করা গোল দুটি করেন জর্ডি আলবা এবং লা মাসিয়া থেকে সদ্য উঠে আসা মিডফিল্ডার ইলাইক্স মরিবা। দুটি গোলেই প্রত্যক্ষভাবে অবদান রাখেন অর্থ্যাৎ অ্যাসিস্ট করেন মেসি।

গতবার ওসাসুনার মাঠে ড্র করার পর ঘরের মাঠে পরাজিত হয়েছিল বার্সেলোনা। এবার জয় পেলো দুই ম্যাচেই। প্রথম দেখায় ঘরের মাঠে জিতেছিল ৪-০ গোলের ব্যবধানে।
 
এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থান ধরে রেখেছে বার্সা। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। দুই ম্যাচ কম খেলা অ্যাথলেটিকো মাদ্রিদ ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন