আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির গণ সংবর্ধনা
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আগমন উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির উদ্যোগে গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গেলো শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আবুধাবির স্থানীয় একটি হোটেলের বল রুমে সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির তালুকদার এবং গোলাম কাদের ইফতি।
এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল এর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাফর আহমেদ চৌধুরি। বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শওকত আকবর, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, নাসির উদ্দিন দিদার, এস এম আলাউদ্দীন, নুরুন্নবী রওশন, ইয়াকুব আলী, ও আজিম উদ্দিন শিকদার প্রমুখ।
এএম/