পঞ্চগড়ে কম্বল ও মাস্ক বিতরণ
পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপির প্রয়াত সহধর্মীনি নিলুফার ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ৫ শত গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। কেন্দ্রীয় কৃষক লীগেরসহ সভাপতি আব্দুল লতিফ তারিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল কম্বল বিতরণ করেন। আওয়ামী লীগ নেতা মিরাজ ইসলাম মিঠুর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, রেলপথ মন্ত্রীর এপিএস রাসেদ প্রধান, সাকোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান,আওয়ামী লীগ নেতা রবিউল আলম সাবুল,জুলফিকার আলী জুয়েল,যুবলীগ নেতা হাসানুর রশিদ সোহেল,ছাত্র লীগ নেতা সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন ও আব্দুর রহিম রিপন বক্তব্য রাখেন। একই অনুষ্ঠানে করোনা নিয়ন্ত্রণ বুথ স্থাপন করা হয়। আলোচনা সভা শেষে রেলপথ মন্ত্রীর প্রয়াত সহধর্মীনির রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।