শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন হচ্ছে : শিক্ষামন্ত্রী
২০২৩ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন হবে। ২০২৩ সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলামে পাঠদান করা হবে। আর ২০২৪ সাল থেকে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন কারিকুলামে পাঠদান করা হবে। জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে নতুন কারিকুলাম অনুযায়ী মুদ্রিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলটিং প্রকল্পের অংশ হিসেবে ৬ষ্ঠ শ্রেণিতে নতুন পাঠ্যক্রমের বই দেয়া হযেছে। ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে, বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা হিসেবে আলাদা কোনও বিভাগ থাকবে না। সব হবে এক বিভাগ।
তিনি বলেন, প্রাথমিকসহ সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩ সাল থেকে সাপ্তাহিক ছুটি থাকবে দুইদিন করে। পাশাপাশি নতুন কারিকুলামে যারা যুক্ত হচ্ছেন তারা এখন থেকেই সপ্তাহে দুইদিন ছুটি পাবেন।
দীপু মনি বলেন, আগের পাঠক্রমে সঠিক গন্তব্যের দিকনির্দেশনা ছিল না। সে নির্দেশনার বাস্তবায়ন করতেই নতুন পাঠক্রম প্রণয়ন করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখবো নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতাসম্পন্ন হচ্ছেন কি না। বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী সঠিক মানুষ হিসেবে গড়ে উঠছেন কি না। সেটি এখন দেখার বিষয়।