আর্কাইভ থেকে দেশজুড়ে

জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উন্নয়ন মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার।”

র‍্যালি ও স্টল পরিদর্শন শেষে আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. ফরীদ হোসেন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা প্রমুখ।

জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগ ও ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উপর ২০টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহন করে। প্রদর্শনী দেখতে ভীর জমায় শতশত মানুষ।

এ সম্পর্কিত আরও পড়ুন