আর্কাইভ থেকে ক্রিকেট

বিধ্বস্ত মেসিহীন মায়ামি, প্লে-অফের স্বপ্নে হোঁচট

লিওনেল মেসিকে খেলানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছিলেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। কিন্তু শেষ পর্যন্ত পুরোপুরি স্বস্তি বোধ না করায় মেসিকে ছাড়াই স্কোয়াড সাজাতে হয় তাঁকে।

আগের ম্যাচে মেসিকে ছাড়াই জয় পেয়েছিল ইন্টার মায়ামি। তবে ইস্ট কনফারেন্সের অন্যতম সেরা দল আটলান্টার বিপক্ষে মেসিকে ছাড়া খেলতে নেমে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে মায়ামি।

এই হারে ক্লাবটি প্লে-অফ খেলার স্বপ্নেও বড় হোঁচট খেল। মেসি ক্লাবে যোগ দেওয়ার পর গত দুই মাসে ১২ ম্যাচের মধ্যে এই প্রথম হার দেখলো ইন্টার মায়ামি।

আটলান্টার বিপক্ষে হারের পর ২৭ ম্যাচে ৯ জয়, ৪ ড্র এবং ১৫ হার নিয়ে ১৫ দলের তালিকায় ১৪ নম্বরে আছে মায়ামি। তাদের নিচে আছে শুধু এফসি টরন্টো, যাদের পয়েন্ট ২৫।

প্লে-অফ অবস্থানের সঙ্গেও ব্যবধানটা আরও বাড়ল। ৯ নম্বরে থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩৭। মায়ামির হাতে এখন ৭ ম্যাচ আছে। এই ৭ ম্যাচ থেকে প্লে-অফে খেলার প্রয়োজনীয় পয়েন্ট আদায় কঠিনই হবে তাদের জন্য।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন