আর্কাইভ থেকে দেশজুড়ে

গাইবান্ধায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

গাইবান্ধায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে স্থানীয় পৌরপার্কে আজ রোববার থেকে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‍্যালি , আলোচনা সভা , বিভিন্ন বিভাগীয় দপ্তর ও ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক কর্মকান্ড প্রচারের লক্ষ্যে স্টল স্থাপন সহ অন্যান্য কর্মসূচি।

এই উন্নয়ন মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি । এবারের মেলার প্রতিপাদ্য ছিল সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার ।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: শরীফুল আলম ,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: সাবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবীর, উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদ আল হাসানসহ অনেকেই। এর আগে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণ্যঢ র্যালী শহরের প্রধান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন