আর্কাইভ থেকে বাংলাদেশ

বিকেলে সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (ইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটির ষষ্ঠ বৈঠকে আজ ১০ জনের নাম চূড়ান্ত হতে পারে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে ইসি নিয়োগের এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

গেলো শনিবার (১৯ ফেব্রুয়ারি) প্রাথমিকভাবে ২০ জনের নাম চূড়ান্ত করা হয়।

সূত্র মতে, সার্চ কমিটির আহ্বানে বিভিন্ন দল, সংগঠন ও ব্যক্তির কাছ থেকে পাওয়া ৩২২ জনের নামের তালিকা থেকে অর্ধশতাধিক ব্যক্তির বিষয়ে চলছে যাচাই-বাছাই। যেখান থেকে যোগ্যদের খুঁজে বের করবে কমিটি। তবে এর বাইরেও যোগ্যদের খুঁজছে সার্চ কমিটি। যোগ্যদের বাছাই করতে আজ বৈঠক করেন সার্চ কমিটির সদস্যরা।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এবং রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়েছে সোমবার (১৪ ফেব্রুয়ারি)। আইন অনুযায়ী, অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম জমা দেবে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন