পাপারাজ্জি দেখেই ক্ষিপ্ত পরিণীতি চোপড়া
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি। নানা কারণে তাকে সাংবাদিকদের সামনে আসতে হয়। ছবির প্রচারের পাশাপাশি এয়ারপোর্ট লুকও বেশ জনপ্রিয়। এতে কখনও ক্লান্ত হননি পরিণীতি। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেয়াই তার অভ্যাস।
আচমকা কী হল? হয়তো বিয়ের ব্যস্ততা। তবে বিরক্তি প্রকাশ করার পর হাতজোড় করে সাংবাদিককে ছবি তুলতে বারণ করেন পরিণীতি।
গেলো ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে রাঘব ও পরিণীতির বাগদান পর্ব সম্পন্ন হয়। বোনের আংটিবদলের অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে শোনা গিয়েছিল, সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ সেজে উঠবে বিয়ের আসর। এবার খবর ১৭ তারিখ থেকেই বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়ে যাবে। হলদি, সংগীত, মেহেন্দির পর ২৪ সেপ্টেম্বর গাঁটছড়া বাঁধবেন রাঘব ও পরিণীতি।
রাজস্থানের দুই অভিজাত হোটেল ‘দ্য ওবেরয় উদয়বিলাস’, লীলা প্যালেসে হবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। মোট ২০০ জন অতিথি থাকছেন বলিউডের ‘ইশকজাদে’ গার্ল ও তরুণ রাজনীতিবিদের বিয়েতে। বেশিরভাগই ভিআইপি অতিথি। যার মধ্যে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার সম্ভাবনা প্রবল। রাঘব চাড্ডা নিজে গিয়ে নাকি তাকে নিমন্ত্রণপত্র দিয়েছেন।