১ ওভারে ৪ উইকেট তুলে নিলেন সিরাজ
এশিয়া কাপের ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারতের বোলিং থাবায় টিকতে পারছে না শ্রীলঙ্কান ব্যাটাররা। প্রথম ওভারেই উইকেট হারানোর পর চতুর্থ ওভারে মোহাম্মদ সিরাজের এক ওভারেই হারিয়ে ফেলেছে ৪ উইকেট।
ভারতীয় এই পেসারে প্রথম বলে পাথুম নিশাঙ্কা আউট হয়ে যান। এরপর ওভারের তৃতীয় চতুর্থ ও শেষ বলে একে একে সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে দেন তিনি। ৪ ওভার শেষে ১২ রানে শ্রীলঙ্কা হারলো ৫ উইকেট।
এর আগে আজ রোববার এশিয়া কাপের ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কার লড়াইয়ে নির্দিষ্ট সময়ে টস হলেও বৃষ্টির কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হয় খেলা।