এবার পদ্মা সেতু পার হলো হনুমান
প্রতিদিন হাজারো ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক ও মোটরসাইকেল পাড়ি দিচ্ছে স্বপ্নে পদ্মা সেতু। প্রথমবার কে টোল দিলেন, কোন কোম্পানির বাস প্রথমবার পদ্মা সেতু পাড়ি দিয়েছে, কার মোটরসাইকেল সবার আগে পদ্মা সেতুতে উঠেছে; সবকিছু নিয়েই মানুষের আগ্রহের কমতি ছিল না।
তবে এবার ঘটলো এক বিচিত্র ঘটনা। আর তা হলো পদ্মা সেতু পাড়ি দিলো এক মুখপোড়া হনুমান। সম্ভবত পদ্মা সেতু পাড়ি দেয়া সবচেয়ে বিচিত্র যাত্রীই এটি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়া এক ভিডিওতে দেখা যায়, একটি মুখপোড়া হনুমান পদ্মা সেতুর রেলিং দিয়ে দৌঁড়ে এপাড় থেকে ওপাড়ে যাচ্ছে।
ওই সময় পদ্মা সেতুতে থাকা কোনো এক যাত্রী সে ভিডিও ধারণ করেন। গেলো ৩ সেপ্টেম্বর 'শিবচর প্রতিদিন' নামে একটি ফেসবুক পেইজে সে ভিডিও প্রকাশিত হয়। এ নিয়ে ১,১০০ এর বেশি মন্তব্য করেছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।
অনেকে আবার ভিডিও ধারণকারীকে ধন্যবাদও জানিয়েছেন।
গেলো ৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দেয় ট্রেনও।