আর্কাইভ থেকে বাংলাদেশ

পঁচাত্তরের পর বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলা হয়েছিল : প্রধানমন্ত্রী

পঁচাত্তরের পরে ইতিহাস বিকৃত হয়েছিল। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান, তা মুছে ফেলা হয়েছিল। আসলে সত্যকে কেউ মুছে ফেলতে পারে না, ইতিহাস ঠিকই ফিরে আসে। আজকে আমাদের সেইদিন। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২০ ফেব্রুয়ারি)রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, হঠাৎ স্বাধীনতা আসেনি। বঙ্গবন্ধু ধাপে ধাপে মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে ধাবিত করেছিলেন।

তিনি বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখে যাচ্ছেন, সকলকে আমরা সম্মাননা দিতে পারি না। তবুও আমাদের প্রচেষ্টা হচ্ছে যারা এক সময় অবদান রেখেছেন, যাদের মধ্যে অনেকেই হয়তো হারিয়েও যাচ্ছিলেন; আমরা তাদেরও খুঁজে বের করে সম্মান জানানোর চেষ্টা করে যাচ্ছি। যাতে করে ইতিহাস বিকৃতির হাত থেকে মানুষ মুক্তি পায়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি দুঃখিত যে, আমি সশরীরে উপস্থিত থেকে পদক দিতে পারছি না।

এ সম্পর্কিত আরও পড়ুন