আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭
নরসিংদী সদর উপজেলার চরদিঘলদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন টেঁটাবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সোমবার ভোরে কালা মিয়া ও দেলোয়ার হোসেনের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত অরেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজ হাওলাদার।
আহতরা হলেন, নয়াকান্দির সুরজ মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৫২),নবাবপুরের মালেক মিয়ার ছেলে মো: সবুজ(৩৫), মান্নান মিয়ার ছেলে কবির মিয়া( ৪৪), হক সাহেবের ছেলে শাকিল (২৫), কালু মিয়ার ছেলে এমদাদুল মিয়া(২৮),চরদিঘলদী গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আবদুল মিয়া(৪৩) ও মৃত তাইজুদ্দিন মিয়ার ছেলে মনোয়ার(৪৫)।
স্থানীয়সুত্রে জানা যায়, রাজনৈতিক ও বংশীয় আধিপত্যের জের ধরে উভয় পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। উভয় গ্রুপের আহতের ঘটনা আছে,তবে কে কোন গ্রুপের তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা: মাহমুদুল কবির বাশার ( কমল) বলেন, সকালে টেটাঁবিদ্ধ হয়ে আমাদের এখানে ৭ জন আসে। এর মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে। একজন এখানে ভর্তি আছে,বাকিরা চিকিৎসা নিয়ে অন্যত্র চলে গেছেন।
তদন্ত আজিজ হাওলাদার বলেন, খুব ভোরেই সংঘর্ষে জড়িয়ে বেশ কয়েকজন আহত হয়েছে আমরা জানতে পারি, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে , তবে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ এখনো পাইনি।