টিকফা বৈঠকে যা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
ঢাকায় বুধবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্টের (টিকফা) বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হতে পারে। জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবে ঢাকা ও ওয়াশিংটন। বিষয়গুলোর মধ্যে রয়েছে বাজারে প্রবেশাধিকার, শ্রমিক অধিকার, বাণিজ্যনীতি, মেধাস্বত্ব ও বিনিয়োগের পরিবেশ।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্যবিষয়ক প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ দুই দেশের পক্ষে বৈঠকে সভাপতিত্ব করবেন।
দুই দেশের প্রতিনিধিদলে থাকবেন বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, কৃষি ও সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এবারের বৈঠকটি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সপ্তম টিকফা বৈঠক।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ২০২২ সালের ৬ ডিসেম্বর টিকফার সর্বশেষ বৈঠক হয়েছিল। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চেয়েছিল বাংলাদেশ।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ইউএনবি জানায়, টিকফার এবারের বৈঠকে অগ্রাধিকারমূলক বাজার সুবিধার দাবিটি পুনর্ব্যক্ত করতে পারে বাংলাদেশ।
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূত পিটার হাস সম্প্রতি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরির ক্ষেত্রে দ্রুততম সময়ে এগিয়ে যেতে পারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।