আর্কাইভ থেকে ঢালিউড

হোটেলে সায়ন্তিকার সঙ্গে চার ঘণ্টা কী করেছিলেন? জানালেন জায়েদ খান

সম্প্রতি বাংলাদেশি সিনেমার শুটিং ছেড়ে কলকাতায় ফিরে গেছেন সেখানকার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। এরপর অভিযোগ ওঠে, ঢালিউডের নৃত্যপরিচালক মাইকেল বাবু নাকি গানের শুটিংয়ের সময়ে তাকে বাজেভাবে স্পর্শ করেন। সে কারণে শুটিং শেষ না করেই সায়ন্তিকা কলকাতায় চলে গেছেন।

বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয় এবং নানা সমালোচনা হয়। তখন বিষয়টি নিয়ে কথা বলেন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা। তিনি জানান, কলকাতা যাওয়ার পেছনে মাইকেল নয়, প্রযোজক মনিরুল ইসলাম দায়ী। কোনো পরিকল্পনা ছাড়াই সিনেমার শুটিং শুরু করেছেন প্রযোজক। বারবার বলার পরও টেকনিক্যাল সমস্যা সমাধান করতে পারেননি প্রযোজক।

সায়ন্তিকার এ মন্তব্য নিয়ে শুরু হয় ফের সমালোচনা। ফলে বিষয়টি নিয়ে সঙ্গে কথা বলেন প্রযোজক মনিরুল ইসলাম। রোববার সংবাদমাধ্যমে তিনি সায়ন্তিকার অপেশাদার আচরণসহ অন্যান্য বিষয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘মাইকেলের নির্দেশনায় গানের শুটিংয়ের সময় ড্রেস পরিবর্তনের জন্য বেলা ২টায় হোটেলে যান নায়ক-নায়িকা। তারা ফিরে আসেন সন্ধ্যা ৬টায়। ড্রেস চেঞ্জ করার জন্য তাদের চার ঘণ্টা সময় লাগে—এমনটা দেখিনি কখনো।’

প্রযোজক আরও বলেন, ‘আবার যেদিন শুটিং প্যাকআপ করে পুরো ইউনিট নিয়ে চলে আসি, সেদিনও নায়ক-নায়িকা হোটেলে থেকে যান। ওই দিন সেখানে কী করছিলেন তারা? এ প্রশ্নের জবাব কী দেবেন তারা? কথাগুলো আমি সামনে আনতে চাইনি। কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলাম না।’

জায়েদ, সায়ন্তিকা

এ নিয়ে সংবাদপ্রকাশ হলে হইচই শুরু হয় নানা মহলে। এরপর হোটেলে অভিনেত্রীর সঙ্গে চার ঘণ্টা সময় কাটানো নিয়ে কথা বলেন অভিনেতা জায়েদ খান।

অভিনেতা বলেন, ‘সায়ন্তিকা যখন প্রথম পার্টের শুটিং শেষ করল তখন যাওয়ার আগে আমাকে ও পরিচালককে স্পষ্ট বলেছে, আমার ছেলেদের (ড্রেস, মেকআপ) টাকা দেয়ার কথা। তিন-চার দিন হলো তাদের টাকা দেয়া হচ্ছে না। প্রযোজক সামনে আসছে না। এই টাকা যদি রুমে না পাঠায় তাহলে আমি কিন্তু শুটিংয়ে আসব না। এটা বলে সায়ন্তিকা সবার সামনে থেকে চলে গেছে।’

জায়েদ খান আরও বলেন, ‘পরিচালক-প্রযোজক এই টাকা দিতেছি দিতেছি বলে দেরি করেছে। টাকা যখন হাতে পেয়েছে, সেটিও বাংলা টাকা, টাকা হিসাব করে বুঝিয়ে দেয়ার পর শুটিং এসেছে সায়ন্তিকা। ফলে দেরি হয়েছে। এছাড়া কিছুই না। টাকা হাতে পেতে কয়েক ঘণ্টা সময় লেগেছে, তাই দেরি হয়েছে।’

‘ছায়াবাজ’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন জায়েদ খান ও সায়ন্তিকা। এটি নির্মাণ করছেন তাজু কামরুল। সিনেমার শুটিংয়ে অংশ নিতে গেলো ৩১ আগস্ট ঢাকায় আসেন কলকাতার নায়িকা সায়ন্তিকা। একটানা ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুটিংয়ের কথা থাকলেও বেশ কিছু সিকোয়েন্স ও একটি গানের শুটিংয়ের পর মাইকেলের বিরুদ্ধে অভিযোগ এনে গেলো ৭ সেপ্টেম্বর চলে যান সায়ন্তিকা।

এ সম্পর্কিত আরও পড়ুন