আবারও পয়েন্ট হারালো চেলসি
ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির দুর্দশা কাটছেই না। একের পর এক পরাজয় আর ড্র করে খোয়াচ্ছে পয়েন্ট। আগের ম্যাচেই নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরেছিলো চেলসি।এবার এফসি বোর্নমাউথের বিপক্ষেও গোলশূন্য ড্র করে সন্তুষ্ট থাকছে হয়েছে তাদের।
রোববার রাতে এফসি বোর্নমাউথের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেছিলো চেলসি। কিন্তু কাঙ্ক্ষিত গোলটিরই দেখা পায়নি। ১৪ মিনিটে নিকোলাস জ্যাকসন একেবারে নিশ্চিত গোল মিস করে বসেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেছিলো মওরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। রাহিম স্টার্লিংয়ের ফ্রি-কিক বোর্নমাউথের পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে দেন লেভি কলউইল। কিন্তু অফসাইডে বাতিল হয় সেই গোল।
এই ড্রয়ে প্রিমিয়ার লিগের টেবিলে ৫ ম্যাচের মাত্র ৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে অবস্থান করছে চেলসি। আর ৩ পয়েন্ট নিয়ে এফসি বোর্নমাউথ অবস্থান করছে ১৫ নম্বরে।