চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে আজ, প্রথম দিন মাঠে নামছে যারা
ক্লাব পর্যায়ে ফুটবলের সব থেকে জনপ্রিয় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৩-২৪ মৌসুমের পর্দা উঠছে আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)। প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি তাদের প্রতিপক্ষ রেড স্টার বেলগ্রেড।
এছাড়াও এসি মিলান মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের। পিএসজি মুখোমুখি হবে ব্রুশিয়া ডর্টমুন্ডের। আর বার্সেলোনা খেলবে অ্যান্টওয়ার্পের বিপক্ষে।
আজকের খেলা:
এসি মিলান: নিউক্যাসল
ইয়াং বয়েজ: লাইপজিগ
ফেইনুর্দ: সেল্টিক
লাৎসিও: আতলেতিকো
পিএসজি-ডর্টমুন্ড
ম্যান সিটি: রেড স্টার
বার্সেলোনা: অ্যান্টওয়ার্প
শাখতার: পোর্তো