আর্কাইভ থেকে ফুটবল

জয় দিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ শুরু আল নাসরের

জয় দিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের যাত্রা শুরু করলো ক্রশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। পার্সেপোলিসর বিপক্ষে ২-০ ব্যাবধানে জয় পেয়েছে দলটি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১২ টায় মুখোমুখি হয় দুই দল। খেলার শুরু থেকে বল দখল কিংবা আক্রমণ সব দিকেই এগিয়ে ছিল আল নাসর। তবে প্রথমার্ধ থাকতে হয় গোলহীন।

এরপর দ্বিতীয়ার্ধে পার্সেপোলিসের এক মিডফিল্ডার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। এর ১০ মিনিট পর প্রথম গোলের দেখা পায় আল নাসর। এরপর ৭২ মিনিটে পায় আরও একটি গোলের দেখা।  ১০ মিনিটের ব্যবধানে করা এই ২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন