আর্কাইভ থেকে ফুটবল

জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু বার্সা, ম্যানসিটি, পিএসজির

দুই দশক পর মেসি-রোনালদোবিহীন চ্যাম্পিয়ন্স লিগ। তবে শুরুটা একটু ম্যাড়ম্যাড়ে ভাবেই হয়েছে।  দিনের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে এসি মিলান।

তবে পরের ম্যাচ গুলোতে সব দলই মেতে উঠলো গোল উৎসবে।  আগের দুই মৌসুমে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বার্সেলোনা বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্পের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় দিয়ে আসর শুরু করেছে।  দলটির হয়ে জোড়া গোল করেন ফেলিক্স।  একটি করে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি এবং গাভি। আর অন্য গোলটি ছিল আত্মঘাতী।

গত মৌসুমের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটির শুরুটা হয়েছিল গোল হজম করে।  রেড স্টারের বিপক্ষে প্রথমার্ধের শুরুতেই পিছিয়ে পরে সিটি। তবে দ্বিতীয়ার্ধে হুলিয়ান আলভারেজের জোড়া গোলে ঘুরে দাঁড়ায় তারা। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। দলের হয়ে অন্য গোলটি করেন রদ্রি।

মেসি-নেইমারের বিদায়ের পর নতুন রূপ নেওয়া পিএসজি হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে।  প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে এমবাপে ও হাকিমির গোলে জার্মান ক্লাবটির বিপক্ষে ২-০ গোলের জয় পায় পিএসজি।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন