খালেদা জিয়া মুক্ত হলে ২০৪১ পর্যন্ত ক্ষমতার কথা বলার সাহস পেত না আ’লীগ: জমিরউদ্দিন
একদলীয় সরকার কায়েমের পথে খালেদা জিয়াকে প্রতিবন্ধক মনে করে আওয়ামী লীগ। এ কারণেই সরকার তাকে কারান্তরীণ রেখেছে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়া মুক্ত থাকলে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা বলার সাহসও পেত না আওয়ামী লীগ।
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতাদের আয়োজনে দোয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্র এবং মহানগরী উত্তরের নেতারা অংশ নেন।
এ সময় ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার দেশের যে কোনো আসন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তাব করেন। ওই নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনি আগামীতে দেশ পরিচালনা করবেন এমন প্রস্তাবও করেন তিনি।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।