আর্কাইভ থেকে জাতীয়

ভারত থেকে এলো ৫৩ হাজার ব্যাগ স্যালাইন

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভারত থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ট্রাকে ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন দেশে এসেছে। এর আগে গেলো সোমবার ভারত থেকে ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করা হয়। এ নিয়ে দুই চালানে ৫৩ হাজার ২৫০ ব্যাগ স্যালাইন আমদানি করা হলো।

বন্দরের আনুষ্ঠানিকতা শেষে (২০ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যায় স্যালাইনবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে গেলো ৯ সেপ্টেম্বর স্যালাইন আমদানির কথা বলেছিলেন। ওই দিন স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, কেউ কেউ বলছেন, বাজারে স্যালাইনের কিছুটা ঘাটতি রয়েছে। এ জন্য ভারত থেকে সাত লাখ ব্যাগ স্যালাইন আমদানির অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই ৩ লাখ ৫০ হাজার ব্যাগ স্যালাইন দেশে আসবে।

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, দুটি চালানের মাধ্যমে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫৩ হাজার ২৫০ ব্যাগ স্যালাইন আমদানি করা হয়েছে। শুল্কায়নসহ প্রতি ব্যাগের আমদানি মূল্য পড়ছে ৮০ টাকা। এরপর পরিবহনসহ অন্যান্য খরচ যুক্ত হবে। ঢাকার ‘মেসার্স জাস করপোরেশন’ এ স্যালাইন আমদানি করেছে।

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন