আর্কাইভ থেকে বাংলাদেশ

শুধু সিরিজ-ই নয়, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণে আফগান পরীক্ষায় বাংলাদেশ

বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট সিরিজ। তিন ম্যাচের এই আয়োজনের শুরুটা হচ্ছে তামিম-সাকিবদের পয়া ভেন্যু হিসেবে স্বীকৃত চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে। কিন্তু প্রতিপক্ষ যখন আফগান দল তখন ভেন্যুর ভাগ্যের উপর নির্ভর করাটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। কারণ ২২ গজের ময়দান যার নিয়ন্ত্রণে থাকবে, সেই শেষ হাসটা জিতবে। অন্তত তামিম বাহিনী সেই বিশ্বাসই করে। 

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানান,‘মাঠের লড়াই নিয়েই বেশি চিন্তা করছি। দলের প্রত্যেক খেলোয়াড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছে বেশ কয়েকদিন ধরে। তবে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফেরার অপেক্ষায় তারা। সময়টাকে কোনোভাবেই কঠিন মনে করছেন না।’  

দলের ব্যাটিং অর্ডার নিয়ে নানা সময় নানা পরীক্ষা চালিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। খুব একটা সফল হয়নি। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে কাপ্তান তামিম জানিয়ে দেন, ‘পাঁচ নম্বর ব্যাটিং পজিশনটা এখনো ফাঁকা আছে। সেখানে দুই ব্যাটসম্যান বেশ ভালোভাবে ভাবনায় আছেন। ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো মাহমুদুল হাসান জয় আর ইয়াসির আলি রাব্বি। ’

জাতীয় দলের এই দুই তরুণ পেয়েছেন টেস্ট ক্রিকেটের স্বাদ। তবে ওয়ানডের ক্যাপটা এখনো মাথায় ওঠেনি কারো। জয়-ইয়াসিরের মধ্যে একজন যে ওয়ানডে ফরম্যাটের স্বাদ পেতে চলছেন, সেটি পরিষ্কার করলেন তামিম। সুযোগে কতোটা সফল হবেন সেটা সময়ই বলে দিবে। 

এই বিষয়ে তামিম আরো যোগ করেন, ‘শেষ ছয় ওয়ানডেতে একজনই তিন নম্বরে ব্যাট করেছে। তিন নম্বর ব্যাটিং অর্ডার নিয়ে আমি বেশি উদ্বিগ্ন নই। নম্বর ফাইভ নিয়ে একটা দুশ্চিন্তা অবশ্যই ছিলো। ইয়াসির নাকি জয়-সেটা সময়ই বলে দিবে। আমাদের হাতে অপশন আছে। এখানে যথার্থ একজনকে পেলে আমাদের জন্য খুবই ভালো। কখনো দ্রুত রান তুলতে হতে পারে, কখনো-বা দ্রুত উইকেট পড়ে গেলে পুরো ইনিংস ধরে রাখতে হতে পারে। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করছে তাদের আমরা সুযোগ দিচ্ছি।’

রাব্বির প্রসঙ্গে উঠতে তামিমের জবাব, ‘গত কয়েক বছর ধরে ভালো খেলছে, সুযোগ পেলেই কাজে লাগাচ্ছে। দেখা যাক কে ব্যাট করে। এই দুইজন থেকে কেউ খেললে সে পাঁচে থাকবে, এটুকু বলতে পারি।’

যদিও টেস্ট ওপেন করা জয়ের পক্ষ নিয়েও ব্যাট করলেন তামিম, ‘যখন জয় টেস্টে ওপেন করেছিল, আপনারা বলেছিলেন সে তো মিডল অর্ডার, সে ওপেন করছে কেন? এখন টেস্টে ওপেন করেছে, এখানে বলছেন সে মিডল অর্ডার না, ওপেনার (হাসি)। জয়কে আমি যতটুকু দেখেছি, সে ওয়ানডেতে মিডল অর্ডারেই খেলে। ৩-৪ নম্বরেও ব্যাট করেছে। শীর্ষ তিনে ব্যাট করার সামর্থ্যও তার আছে। যদি টিম ম্যানেজমেন্ট বা আমরা মনে।’

এই সিরিজে স্বাগতিকদের  সামনে সুযোগ থাকছে আইসিসি ওডিআই সুপার লিগের শীর্ষে উঠার। দেশটির বিপক্ষে সিরিজ জিতলেই ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠবে টাইগাররা। ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৮০। সুপার লিগ চালু হওয়ার পর থেকে ১২ ম্যাচে ৮ জয় টাইগারদের। শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ১৫ ম্যাচে ৯ জয় রয়েছে ইংলিশদের। ম্যাচ প্রতি ১০ পয়েন্ট করে দুটি জয় পেলেই শীর্ষে উঠে আসবে বাংলাদেশ। ১ পয়েন্ট কম নিয়ে বাংলাদেশের পরেই অবস্থান ভারতের।

এবার আসা যাক অন্য বিষয়ে। পুরোনো কথা। হয়তো বা নতুন কিছু। কিন্তু বিসিবি এই বিষয়টিকে একেবারেই পাত্তা দিচ্ছে না। দিবেই বা কেন! তাতে তো নিজেদেরই তোপের মুখে পড়তে হবে। বিষয়টি হলো ‘টিমের অন্তকোন্দল!’ কিন্তু তামিম বিষয়টিকে উড়িয়ে দিয়ে জানান, ‘আমার এখন সবাই এক। পুরো দলটাই বাংলাদেশ। রাসেল ডমিঙ্গো এবং জেমি সিডন্সের মধ্যেও কোনো সমস্যা নেই। আমরা আমাদের লক্ষ্য স্থির থাকবে।’

এসব বিষয়ের মাঝে আরেকটি বিষয় বেশ গুরুত্ব পাচ্ছে হোম সিরিজে। জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবালকে সাথে নিয়ে  তামিম ইকবাল অংশ নেন সংবাদ সম্মেলনে। ক্রিকেট জীবনে তামিম-নাফিস দুই জনেই ওপেনার। নাফিসের নামের পাশে যোগ হয়েছে  ‘সাবেক’ শব্দটি। তামিমকে দেশের ক্রিকেটে বর্তমান সময়ে সেরা ওপেনার বলা হয়। বড় ভাই নাফিসও ছিলেন তাই। 

বাংলাদেশ ক্রিকেট দলে একসঙ্গে জুটি গড়ে ওপেন করার স্বপ্ন ছিলো তামিম-নাফিসের। সে স্বপ্ন পূরণ হয়নি দুই ভাইয়ের। তবে এবার অন্য একখানে জুটি বেঁধেছেন তারা। তামিম বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক, নাফিস লজিস্টিক ম্যানেজারের গুরুদায়িত্বে। দুই ভাইয়ের রসায়নটা এবার জমেছে। 

ঘরের মাঠে খেলতে নামার আগে এক প্রশ্নের জবাবে পেশাদারিত্বটাকেই সামনে রাখলেন তামিম।‘এই জায়গায় আমাদের অনেক পেশাদার হতে হবে। তিনি আমার ভাই, এটা আমাদের সম্পর্ক। তবে জাতীয় দলের হয়ে খেলার সময় আমি তাকে ম্যানেজার হিসেবে আর তিনি আমাকে খেলোয়াড় হিসেবে সম্মান করবেন। পেশাদারিত্বে জায়গায়টা আগে আসবে, সম্পর্ক পরে।’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রামে। আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) বুধবার সিরিজের প্রথম ম্যাচ। এ ম্যাচের আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নেয় বাংলাদেশ দল। চট্টগ্রামে ছেলে তামিম ঘরের মাঠে খেলতে নামার আগে জানালেন, চট্টগ্রামের জন্য হৃদয়ে বিশেষ একটি জায়গা আছে তার। গ্যালারিতে বসার সুযোগ পাওয়া সমর্থকদের সামনে নিজেকে উজাড় করে দিতে চান তামিম।


হাসিব মোহাম্মদ 

এ সম্পর্কিত আরও পড়ুন