আর্কাইভ থেকে বাংলাদেশ

আফ্রিকায় সোনার খনিতে বিস্ফোরণ, নিহত ৬০

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সোনার খনিতে বিস্ফোরণে প্রায় ৬০ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অনেকে। সোমবার (২১ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পনি প্রদেশে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

 বিস্ফোরণে বিধ্বস্ত ঘরবাড়ি পড়ে থাকতে দেখা গেছে। খোলা জায়গায় সারি দিয়ে রাখা লাশগুলো মাদুর দিয়ে ঢেকে রাখা ছিল। (রয়টার্স )

বুরকিনা ফাসোতে বড় ধরনের সোনার খনি রয়েছে। আন্তর্জাতিক কোম্পানিগুলি সেগুলো পরিচালনা করে। এর পাশাপাশি দেশটিতে শত শত ছোট ছোট, নিবন্ধনবিহীন সোনার খনি আছে। এগুলোর ক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। ঝুকি নিয়ে এসব খনিতে বহু শিশুও কাজ করে।

বিশ্বের অনুন্নত দেশগুলোর একটি বুরকিনা ফাসো। দেশটিতে তৎপর বিভিন্ন গোষ্ঠী তহবিলে জন্য খনি এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিতে চায়। তবে সোমবারের বিস্ফোরণের সঙ্গে কোনো গোষ্ঠীর সম্পৃক্ততার  খবর পাওয়া যায়নি।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন