শেষ মিনিটের আগে রিয়ালকে বাঁচালো বেলিংহাম
ইউনিয়ন বার্লিনের বিপক্ষে শুরু থেকে দাপটের সাথে খেলা চালিয়ে গেলেও গোল করতে ব্যর্থ হচ্ছিল রিয়াল মাদ্রিদ। নির্ধারিত ৯০ মিনিটেও গোলহীন ছিল দুই দলই।
তবে শেষ মিনিটের আগে রিয়ালের ত্রাতা হয়ে আসলেন সেই জুড বেলিংহাম। তাঁর করা গোলে ১-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগের আসর শুরু করলো রিয়াল মাদ্রিদ।
মাদ্রিদ জালের দেখা খুঁজে হয়রান হলে বেলিংহাম ত্রাণকর্তা হয়ে দাঁড়ানোর যেন একটা অভ্যাস গড়ে তুলছেন! সেল্তা ভিগোর বিপক্ষে গোল করেছেন ৮১ মিনিটে, হেতাফের বিপক্ষে ৯৫ মিনিটে এবং আজ বুধবার করলেন ১ মিনিট আগে।
দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হয়ে নামা ফেদে ভালভের্দের শট বক্সে জটলার মধ্যে ডিফেন্ডারদের গায়ে লেগেছিল, আর বল ঠেকাতে ডাইভ দিয়েছিলেন বার্লিন গোলকিপার। এই সুযোগে ফাঁকা পোস্টে গোল করেন বেলিংহাম।
এর আগে রিয়ালের হয়ে লা লিগা অভিষেকে গোল করেছিলেন, এবার চ্যাম্পিয়নস লিগেও রিয়ালের জার্সিতে প্রথম ম্যাচেই গোল পেলেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে এর আগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে অভিষেকে গোল পেয়েছেন শুধু লরি কানিংহাম।