বৈশ্বিক সংকট মোকাবেলায় বিশ্ব ব্যর্থ: জাতিসংঘ মহাসচিব
আমাদের বিশ্ব বিপর্যয়ের মুখে। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বৈশ্বিক চ্যালেঞ্জ পাহাড়সম হয়ে উঠছে। আর তা মোকাবেলায় সবাই একজোট হতে পারছি না। বললেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
স্থানীয় সময় বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে এ মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রয়টার্সের দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জাতিসংঘ মহাসচিব বলেন, বৈশ্বিক সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ চেষ্টায় বিশ্ব ব্যর্থ হয়েছে।
গুতেরেস বলেন, ভয়াবহ চ্যালেঞ্জের মুখে বিশ্বশান্তি। ক্রমবর্ধমান সংকটে ভেঙে পড়ার মুখে মানবিক ব্যবস্থা। সব দেশকে ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানান তিনি।
এদিকে, ৭৮তম অধিবেশনের মূল পর্বে বেশিরভাগ সময়ই গুরুত্ব পায় রাশিয়া-ইউক্রেন ইস্যু। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ তীব্র সমালোচনা করেন রাশিয়ার। এই অধিবেশনে আরও গুরুত্ব পায় পরমাণু নিরস্ত্রীকরণ, জলবায়ু সংকটসহ বিশ্বরাজনীতির চলমান সংকটগুলো।