নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান গয়েশ্বর চন্দ্রের
মানুষ বাঁচাতে তরুণসমাজ আজ জেগে উঠেছে। শেখ হাসিনা সরকারকে আর কোনো অশুভ শক্তিই রক্ষা করতে পারবে না। তারুণ্যের যে রোডমার্চ শুরু হয়েছে তা সরকার পতনের মধ্য দিয়ে শেষ হবে। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট অভিমুখে তারুণ্যের রোডমার্চে যাত্রাপথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে এ রোডমার্চ শুরু হয়। রোডমার্চটি ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেট গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী এ রোডমার্চের নেতৃত্ব দিচ্ছেন।
রোডমার্চ কর্মসূচিকে স্বাগত জানাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সরাইল বিশ্বরোডের মোড় ও কুট্টাপাড়া এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। এ সময় তারা শেখ হাসিনার পদত্যাগসহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বিশ্বরোড মোড়ে গাড়ি থেকেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি তার বক্তৃতায় আরও বলেন, আমাদের আন্দোলন ‘ডু অর ডাই’। হয় বাঁচব, না হয় মরে যাব। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আন্দোলনের ফসল ঘরে না তোলা পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি।
রোডমার্চটি ব্রাহ্মণবাড়িয়ার সীমানায় পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, যুবদলের কেন্দ্রীয় নেতা এস এন তরুন দে, ব্রাহ্মণবাড়িয়া যুবদলের সভাপতি মোল্লা শামীমসহ দলের মনোনয়ন প্রত্যাশী অনেক নেতা রোডমার্চকে স্বাগত জানান।