পঞ্চগড়ে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
পঞ্চগড়ে গেলো ৩৩ ঘন্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
গেলো বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টা পর্যন্ত ৩৩ ঘন্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
কখনো ভাড়ি আবার কখনো থেমে থেমে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পায়। এদিকে বৃষ্টিপাতের কারণে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্থবিরতা দেখা দেয়। বৃষ্টির কারণে আজ অনেকে কাজে যেতে পারেননি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রুকুনুজ্জামান রোকন জানান, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জেলার ২২ মিলিমিটার ও সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘন্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস এই বৃষ্টিপাত রেকর্ড করে।
আগামী ২৩ সেপ্টম্বর পর্যন্ত এই ভাড়ি বৃষ্টিপাত হওয়ার আশংকা রয়েছে। তবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর কিছুটা হালকা বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাতারে মাঝে বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং একই দিন বিকেল ৩টায় দিনের সর্বোচ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ।