আর্কাইভ থেকে জাতীয়

দেশে মা ও শিশু মৃত্যুহার কমিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশে শিশু ও মাতৃত্বজনিত মৃত্যুর হার কমিয়ে আনতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। চিকিৎসা ক্ষেত্রে সরকারের সফলতা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে সার্বজনীন স্বাস্থ্যসেবা বিষয়ক উচ্চপর্যায়ের প্যানেল বৈঠকে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, সফলভাবে কোভিড মোকাবিলার পর এবার ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সর্তক বাংলাদেশ। এ ছাড়াও দেশের সব নাগরিকের জন্য স্বাস্থ্য পরিচয়পত্র (হেলথ আইডি) তৈরিতে উন্নয়ন সহযোগীদের সহায়তা প্রয়োজন।

বাংলাদেশ প্রয়োজনের ৯৮ শতাংশ ওষুধ নিজেরাই উৎপাদন করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করে নতুন ইতিহাস গড়তে পারে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন