ম্যাচ না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনাল বাংলাদেশ
এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল মুখোমুখি হয়েছিল হংকংয়ের। কিন্তু বৃষ্টির কারণে হয়নি একটি বলও।
ম্যাচটি হাংজুর জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্রিকেট মাঠে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে দুই ঘণ্টা অপেক্ষা করা হয়। তবে আবহাওয়ার উন্নতি না হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।
এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, বাছাইয়ে এগিয়ে থাকায় হংকংকে টপকে বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে। সেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত নারী দল। আগামী রোববার ভারত–বাংলাদেশের মধ্যে হবে সেমিফাইনাল।