এশিয়ান গেমসে চীনের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ
এশিয়ান গেমস ফুটবলে নিজেদের শেষ ম্যাচে চীনের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। আজ রোববার হাংজুতে অনুষ্ঠিত হয় ম্যাচটি। খেলায় বাংলাদেশ বা চীন কেউ গোলের দেখা পাওয়ায় গোলশূন্য ড্র হয় ম্যাচটি।
এশিয়াডে এ নিয়ে ৩ বার চীনের বিপক্ষে মাঠে নামলো বাংলাদেশ। সবশেষ ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে চীনের বিপক্ষে খেলেছিল লাল সবুজের দেশটি। সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪-১ গোলে।
১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে চীনের সঙ্গে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সে সময় অবশ্য এশিয়াড ফুটবল জাতীয় দলকে নিয়ে হতো।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মিয়ানমারের কাছে ১-০ গোলে হারে। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে পেনাল্টি গোলে হেরেছিল বাংলাদেশ। চীন প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছিল ৫-১ গোলে।