মাদ্রিদ ডার্বিতে উড়ে গেলো রিয়াল
স্প্যানিশ লা লিগার চলতি আসরে প্রথম মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে উড়ে গেল রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকোর মাঠ সিভিটাস মেট্রোপোলিটানোয় গিয়ে রীতিমতো বিধ্বস্ত হয়ে এসেছে রদ্রিগো-বেলিংহামরা। মোরাতার জোড়া গোলে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে রিয়াল।
রোববার রাতে ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই আলভারো মোরাতা গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। স্যামুয়েল লিনোর ক্রস থেকে হেড করে রিয়ালের জালে জড়িয়ে দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
১৮ মিনিটে সাউল নিগুয়েজের ক্রস থেকে হেড করে ব্যবধান বাড়ান ফরাসি তারকা গ্রিজম্যান। ম্যাচের ৩৫ মিনিটে রিয়ালের হয়ে স্বস্তির গোল করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রস।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করেন আলভারো মোরাতা। ৪৬ মিনিটে সাউল নিগুয়েজের আরও একটি ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর খেলায় গতি বাড়ায় রিয়াল মাদ্রিদ। তবে একের পর এক আক্রমণ হয়েছে ব্যর্থ। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হার নিয়ে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি শেষ করে রিয়াল।